সিলেটে বৈশাখী ঘিরে সর্তক আইনশৃঙ্খলা বাহিনী

সিলেটে বৈশাখী ঘিরে সর্তক আইনশৃঙ্খলা বাহিনী

বাংলা নববর্ষ উদযাপন নির্বিঘ্ন করতে সিলেট নগরে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। রমজান মাসে নববর্ষ উৎসব হওয়ায় এবার বাড়তি নজরদারি থাকবে পুলিশের।

বৃহস্পতিবার নতুন বছরের প্রথম দিন। নতুন বছরকে বরণ করে নিতে এদিন নগরে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এসব আয়োজনকে নির্বিঘ্ন করতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফুল্লাহ তাহের। মঙ্গলবার (১২ এপ্রিল) রাতে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, মহানগরের যে সকল জায়গায় বর্ষবরণের অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে সেখানে পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশের বিভিন্ন টিম মাঠে কাজ করবে।

আশরাফুল্লাহ তাহের বলেন, প্রতিটি থানায় পুলিশের পেট্রোল টিম বাড়ানো হয়েছে। এছাড়া সাদা পোশাকে পর্যাপ্ত সংখ্যক পুলিশ থাকবে। সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালতের সাথে থাকবে পুলিশের সদস্যরা।

তিনি আরও বলেন, বাংলা নববর্ষ বাঙ্গালিদের ঐতিহ্য ও সংস্কৃতির অংশ। এ উৎসবকে ঘিয়ে যাতে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে সর্বদা সজাগ রয়েছে সিলেট মহানগর পুলিশ। এছাড়া এবার যেহেতু রমজান মাস, তাই রমজানের পবিত্রতা যাতে নষ্ট না হয় ও অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটে সেদিকে সর্বোচ্চ সতর্কতা থাকবে।