সিলেটে সংহতি সমাবেশ: সব জাতি, ধর্ম ও ভাষার মানুষের কথা বলার আহ্বান

সিলেটে সংহতি সমাবেশ: সব জাতি, ধর্ম ও ভাষার মানুষের কথা বলার আহ্বান

পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের দাবিতে সিলেটে আয়োজিত সংহতি সমাবেশে বাংলাদেশের সব জাতি, ধর্ম ও ভাষার মানুষের অধিকার নিশ্চিতের দাবি জানিয়েছেন বক্তারা।

শুক্রবার বেলা তিনটায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলন সিলেটের আহ্বায়ক লোকমান আহমদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও মানবাধিকারকর্মী সুলতানা কামাল, বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, বাসদের কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন, বেসরকারি সংগঠন অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম ইন বাংলাদেশের (এএলআরডি) নির্বাহী পরিচালক শামসুল হুদা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রোবায়েত ফেরদৌস প্রমুখ।

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর স্বার্থ নিয়ে কথা বলার আহ্বান জানিয়ে মানবাধিকারকর্মী সুলতানা কামাল বলেন, ‘ক্ষমতার বাইরে থাকলে রাজনৈতিক দায় চলে যায় না। আমরা সবাই জানি, কাদের হাতে পার্বত্য চট্টগ্রাম ছেড়ে দেওয়া হয়েছে। পার্বত্য চুক্তি নিয়ে খুব কম কথা বলা হয়, এটা শুধু আদিবাসীদের সমস্যা নয়। যারা সবার চুক্তি ভঙ্গ করে, তাদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে। আপনারা হাল ছেড়ে দেবেন না। যখন ভালো মানুষেরা চুপ করে থাকেন, তখন দুর্বৃত্তরা মাথাচাড়া দিয়ে ওঠে।’

সুলতানা কামাল আরও বলেন, ‘আমরা স্পষ্টতই দেখতে পাই, স্বাধীনতার ৫২ বছরে যারাই ক্ষমতায় এসেছেন, তাঁরা কোনো না কোনোভাবে চুক্তি ভঙ্গ করেছেন। আমরা আসলে ধরেই নিয়েছি, দল পরিবর্তনের সংস্কৃতির শেষ নেই। কিন্তু বর্তমানে খেয়াল করছি, দল বদলের ব্যাপারটাও অনুপস্থিত। আমি খুবই আশান্বিত হয়েছি এখানে এসে, আজকে অনেক রাজনৈতিক দলের চিন্তক, নীতিনির্ধারক এখানে উপস্থিত হয়েছেন।’ তিনি বলেন, ‘আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম, আমাদের নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা শাসিত হওয়ার জন্য। কিন্তু কোথায় তারা? তাদের সেবার দায় নেই। রাজনৈতিকদের উঠে দাঁড়াতে হবে, জনগণের সঙ্গে যোগাযোগ বাড়াতে হবে। ক্ষমতার বাইরে থাকলে রাজনৈতিক দায় চলে যায় না।’