সুনামগঞ্জে বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
সুনামগঞ্জে বিদেশী মদসহ মো.মাসুদ মিয়া (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ওই যুবক দোয়ারাবাজার থানার সানিয়া এলাকার মো. বসির মিয়ার ছেলে।
আজ (১০ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৯ এর এএসপি (মিডিয়া) ওবাইন।
র্যাব জানায়, শনিবার (৯ মে) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর একটি আভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলম এর নেতৃত্বে দোয়ারাবাজার থানার সানিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। এসময় তার কাছে থেকে ৭ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।
পরে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।