সুরমা থেকে যুবকের লাশ উদ্ধার
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় সুরমা নদী থেকে মতিউর রহমান (২৬) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের লক্ষিবাউর গ্রামের আফতাব মিয়ার ছেলে।
শুক্রবার (২২ এপ্রিল) দুপুরে দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের ভূজনা গ্রামের সুরমা নদীর ড্রেজারের পাইপে আটকানো ভাসমান অবস্থায় মতিউর রহমানের লাশ উদ্ধার করে দোয়ারাবাজার থানা পুলিশ।
পরে নিহত ওই যুবকের লাশ ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসাপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন দোয়ারাবাজার থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান।