দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

সিলেটের শ্রীমঙ্গলে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। রোববার (২ জানুয়ারি) শ্রীমঙ্গলের তাপমাত্রা রেকর্ড করা হয় ৯.১ ডিগ্রি সেলসিয়াস।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষক আনিসুর রহমান জানান, সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৯.১ ডিগ্রি। এর আগে শনিবার ছিলো ০৯.০৬ ডিগ্রি। তাপমাত্রা ক্রমশই নামতে থাকবে, সঙ্গে মৃদু শৈত্যপ্রবাহও থাকবে।

তিনি আরও জানান, আগামী কয়েকদিন শীতের প্রকোপ বাড়তে পারে। এক সপ্তাহ যাবত তাপমাত্রা ৯ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। গত কয়েক দিন ধরে বিকেল থেকে মৃদু বাতাসে কনকনে শীত অনুভূত হচ্ছে। রাতে শীতের তীব্রতা বাড়ছে।