মাধবপুরে ২২৪৮ পিস ইয়াবাসহ যুবক আটক
হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াহাটি এলাকা থেকে ২২ ৪৮ পিস ইয়াবাসহ সুজন মিয়া (৩২) নামে এক যুবককে আটক করেছে র্যাব-৯ শ্রীমঙ্গল সিপিসি-২ এর একটি অভিযানিক দল। সে মাধবপুর উপজেলার দেবনগর এলাকার আব্দুল হাশেমের পুত্র।
শুক্রবার (৭ মে) বেলা আড়াইটার দিকে তাকে আটক করা হয় বলে জানান র্যাব-৯ এর এএসপি ও মিডিয়া অফিসার ওবাইন।
তিনি বলেন, সুজন একজন পেশাদার ইয়াবা ব্যবসায়ী। গোপন সংবাদের ভিত্তিতে আমাদের সিপিসি-২ এর একটি দল অভিযান পরিচালনা করে তাকে আটক করেছে। মাদক আইনে তার বিরুদ্ধে মামলা করে তাকের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।