সিলেটে করোনায় বিএনপির নেতার মৃত্যু
জাগো সিলেট: করোনা আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য এডভোকেট ফয়জুর রহমান চৌধুরী (জাহেদ)। আজ শুক্রবার সকাল ১১টা ২০ মিনিটের সময় তিনি মারা যান।
সিলেটের নর্থ ইস্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো আনুমানিক ৬৫ বছর।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর বিএনপির অপর সহ সভাপতি সালেহ আহমদ খসরু।
সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি এডভোকেট জাহেদের পুরো পরিবার করোনা আক্রান্ত ছিলেন। কিন্তু সকলে করোনা জয় করে সুস্থ হয়ে উঠলেও ঘাতক করোনা তাঁর প্রাণ কেড়ে নেয় বলে জানান সালেহ আহমদ খসরু।
তাঁর জানাযার নামাজ আজ সন্ধ্যায় সাড়ে ৭টায় কুয়ারপার লা ভিস্তা হোটেলের পাশের মাঠে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তিনি।