আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

জাপার প্রার্থী ইয়াহইয়া চৌধুরীকে নির্বাচনী অনুসন্ধান কমিটির তলব

জাপার প্রার্থী ইয়াহইয়া চৌধুরীকে নির্বাচনী অনুসন্ধান কমিটির তলব

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় অভিযোগের ব্যাখ্যা দিতে সিলেট-২ আসনে জাতীয় পার্টি (জাপা) মনোনীত প্রার্থী মো. ইয়াহইয়া চৌধুরীকে তলব করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি।

রবিবার (৩ ডিসেম্বর) সকাল ১১টায় সিলেট-২ এর নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যানের কার্যালয়ে স্বশরীরে উপস্থিত হয়ে তাকে ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ দেয়া হয়েছে।

আজ শনিবার (২ ডিসেম্বর) সিলেট-২ এর নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান মোহাম্মাদ মোস্তাইন বিল্লাহ স্বাক্ষরিত এক আদেশে এ নির্দেশ দেওয়া হয়।

আদেশে উল্লেখ করা হয়- গত ৩০ নভেম্বর রিটার্নিং অফিসার সিলেটের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করার পূর্বে মো. ইয়াহইয়া চৌধুরী মিছিল সহকারে প্রবেশ করেন যা ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮’ এর বিধি ৮(খ) এর লঙ্ঘন। 

এ বিষয়ে মো. ইয়াহইয়া চৌধুরীর বিরুদ্ধে কেন নির্বাচন কমিশন কর্তৃক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে না তা জানাতে আগামীকাল রবিবার (৩ ডিসেম্বর) সকাল ১১টায় সিলেট-২ এর নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যানের কার্যালয়ে স্বশরীরে উপস্থিত হয়ে তাকে ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ দেয়া হয়।