রনজিত সরকারকে কারণ দর্শানোর নোটিশ

রনজিত সরকারকে কারণ দর্শানোর নোটিশ

সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর) আসন এলাকায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আওয়ামী লীগের প্রার্থী রনজিত সরকারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নির্বাচন অনুসন্ধান কমিটির পক্ষে সুনামগঞ্জের সিনিয়র সহকারী জজ প্রবাল চক্রবর্তী এই নোটিশ দেন। আগামীকাল সোমবার ১০টায় রনজিত সরকারকে কারণ দর্শানোর লিখিত জবাব দিতে বলা হয়েছে।

কারণ দর্শানোর নোটিশ থেকে জানা যায়, বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সুনামগঞ্জ-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী রনজিত সরকার গত বুধবার সুনামগঞ্জ শহরে মোটরসাইকেল নিয়ে শোডাউন করেন। এরপর মোটরসাইকেল শোডাউনসহ তিনি ৪০ কিলোমিটার সড়ক প্রদক্ষিণ করে তাহিরপুর উপজেলা সদর বাজারে যান। সেখান বক্তব্য দেন এবং তাকে জয়ী করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান, যা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের শামিল।

এ বিষয়ে জানতে চাইলে রনজিত সরকার বলেন, ‘আমি আচরণবিধি লঙ্ঘন করিনি। যেহেতু ব্যাখ্যা চাওয়া হয়েছে, আমি সেটি দেব।’

রনজিত সরকার সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য। এ আসনের টানা তিনবারের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন ওরফে রতন এবার দলীয় মনোনয়ন পাননি।

তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এখানে জেলা আওয়ামী লীগের সদস্য সেলিম আহমদও দলীয় মনোনয়নবঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন।