বালাগঞ্জে কর্মরত ট্রাফিক, ডিএসবি ও থানা পুলিশের সকল পদবির সদস্যদের অংশগ্রহণে

বালাগঞ্জ থানায় কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল

বালাগঞ্জ থানায় কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
পবিত্র মাহে রমজান উপলক্ষে বালাগঞ্জ থানা পুলিশের আয়োজনে বালাগঞ্জে কর্মরত ট্রাফিক, ডিএসবি ও থানা পুলিশের সকল পদবির সদস্যদের অংশগ্রহণে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।
 
২২ মার্চ (শুক্রবার) ইফতারের আগে থানা প্রাঙ্গণে আয়োজিত কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেটের ওসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান আশিক। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ বদিউজ্জামান।
 
প্রতিযোগিতায় প্রধান বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন, নবীনগর জামে মসজিদের ইমাম ও খতিব মাও. কামাল উদ্দিন। এছাড়া বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন ওসি তদন্ত ফয়েজ আহমদ, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আ.হ ইমন শাহ্  ও নবীনগর জামে মসজিদের মোয়াজ্জিন মাও. কাওছার আহমদ।
 
প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন, এসআই মলাই মিয়া, এইআই জাকির হোসেন, এসআই (ডিএসবি) তরিকুল ইসলাম, এএসআই জাকির হোসেন, এএসআই আব্দুল মোতালিব, এসআই রুহুল আমিন, এএসআই আনোয়ার হোসেন, এএসআই সাইফুল ইসলাম, এটিএএসআই মুজিবুর রহমান, নায়েক সুমন মিয়া, নবী হোসেন, আব্দুর রহমান, রিপন মিয়া, ইলিয়াছ হোসেন, মো. হানিফ মিয়া, মারুফ খান। তাদের মধ্যে প্রথম হন এসআই রুহুল আমিন।
 
প্রথম স্থান অর্জনকারী এসআই রুহুল আমিন সিলেটের পুলিশ সুপার কর্তৃক আয়োজিত জেলা পর্যায়ে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় বালাগঞ্জের হয়ে অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ বদিউজ্জামান।