গায়েবি মামলা দায়ের করা হচ্ছে, অভিযোগ সিলেট মহানগর বিএনপির

গায়েবি মামলা দায়ের করা হচ্ছে, অভিযোগ সিলেট মহানগর বিএনপির

সিলেট মহানগর ১৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রুম্মান আহমদসহ বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তার ও যুবদল-স্বেচ্ছাসেবক দল-ছাত্রদল নেতাকর্মীদের উপর মামলা দায়েরের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট মহানগর বিএনপি নেতৃবৃন্দ।

অবিলম্বে গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি ও নেতাকর্মীদের উপর দায়েরকৃত মামলা প্রত্যাহারেরও দাবি জানান তারা।

বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের অংশ হিসেবে টানা ৩ দিনের অবরোধ কর্মসূচী সর্বাত্মকভাবে সফলের মাধ্যমে সিলেটবাসী ফ্যাসিস্ট সরকারকে প্রত্যাখ্যান করেছে। বাকশালী সরকার জনমত উপেক্ষা করে বিরোধী নেতাকর্মীদের হত্যা, গ্রেপ্তার ও হামলা-মামলা, নির্যাতন চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিতায় সম্পূর্ণ অন্যায়ভাবে ১৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রুম্মান আহমদ, যুবদল নেতা শেখ মোঃ শরীফ, মোঃ আলী ইসলাম, বিমল দেবনাথসহ বেশ কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। নেতাকর্মীদের বাসা বাড়িতে তল্লাশীর নামে হয়রানী চালিয়ে যাচ্ছে। একের পর এক ষড়যন্ত্রমূলক গায়েবী মামলা দায়ের করা হচ্ছে। আমরা সরকারের এই ফ্যাসিবাদী আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। মানুষের জানমালের নিরাপত্তায় নিয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনী সরকারের দলীয় লাঠিয়াল বাহিনীর ভুমিকায় অবতীর্ণ হয়েছে। এতে প্রশাসনের ভাবমূর্তি চরমভাবে ক্ষুন্ন হচ্ছে। হামলা-মামলা, গ্রেফতার-নির্যাতন বন্ধ করুন। আটক নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দিন। কোন ষড়যন্ত্রই গণতন্ত্র পুনরুদ্ধারের চলমান আন্দোলনকে দমিয়ে রাখতে পারবে না।