জগন্নাথপুরে ব্রিটিশ বাংলা এসোসিয়েশন ইউকের অর্থায়নে খাদ্যসামগ্রী বিতরণ
জগন্নাথপুর প্রতিনিধি: জগন্নাথপুর সাচায়ানী নন্দিরগাওঁ ব্রিটিশ বাংলা এসোসিয়েশন ইউকের অর্থায়নে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (৫ মে) সকাল ১০ টায় সাচায়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সাচায়ানী গ্রামের মুরুব্বি ময়না মিয়ার সভাপতিত্বে ও সংগঠনে সদস্য আব্দুল হান্নানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি সিদ্দিক আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক, জগন্নাথপুর পৌরসভার কাউন্সিলর শফিকুল হক, প্রবাসী শিল্পপ্রতি শাহ মো. আনোয়ার হোসেন, প্রবাসী আব্দুর নুর, শিক্ষক আব্দুল মালিক প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মধু মিয়া, সাবেক মেম্বার আব্দুল গফুর, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি রঞ্জু দাস, দুলাল মিয়া, আবু ছালেক, সজ্জাদুর রহমান, সফিক মিয়া, আব্দুর রাজ্জাক, দুলাল মিয়া, প্রমুখ।
অনুষ্ঠানে প্রবাসী আনোয়ার হোসেন সাচায়ানী গ্রামের হতদরিদ্র একটি পরিবারকে ৫০ হাজার টাকা ঘর নির্মাণ করে দেওয়ার ঘোষণা দেন।