মাধবপুরে ২২৪৮ পিস ইয়াবাসহ যুবক আটক

মাধবপুরে ২২৪৮ পিস ইয়াবাসহ যুবক আটক

হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াহাটি এলাকা থেকে ২২ ৪৮ পিস ইয়াবাসহ সুজন মিয়া (৩২) নামে এক যুবককে আটক করেছে র‍্যাব-৯ শ্রীমঙ্গল সিপিসি-২ এর একটি অভিযানিক দল। সে মাধবপুর উপজেলার দেবনগর এলাকার আব্দুল হাশেমের পুত্র।

শুক্রবার (৭ মে) বেলা আড়াইটার দিকে তাকে আটক করা হয় বলে জানান র‍্যাব-৯ এর এএসপি ও মিডিয়া অফিসার ওবাইন।

তিনি বলেন, সুজন একজন পেশাদার ইয়াবা ব্যবসায়ী। গোপন সংবাদের ভিত্তিতে আমাদের সিপিসি-২ এর একটি দল অভিযান পরিচালনা করে তাকে আটক করেছে। মাদক আইনে তার বিরুদ্ধে মামলা করে তাকের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।