লকডাউন অমান্য, সিলেটে ১৩৫ যানবাহন আটক

লকডাউন অমান্য, সিলেটে ১৩৫ যানবাহন আটক

কঠোর লকডাউনের ১১তম দিনে সিলেটে ১৩৫ টি যানবাহন আটক করেছে মহনগর পুলিশের ট্রাফিক বিভাগ। এসময় ৩৩ টি যানবাহন আটক করা হয়।

এছাড়া দিনভর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১ লাখ ৬ হাজার ৮শ’ টাকা জরিমানা আদায় করা হয়।

পুলিশ জানায়, সিএনজি ১২টি, মোটরসাইকেল ৫টি ও অন্যান্য ১৬টি সহ সর্বমোট ৩৩টি মামলা এবং সিএনজি ৩৫টি, মোটরসাইকেল ৯টি এবং অন্যান্য ৯১টিসহ মোট ১৩৫টি যানবাহন আটক করা হয়।

সিলেট সহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্ল্যাহ তাহের জানান, করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ রোধে সরকার ঘোষিত লকডাউনের কঠোর বিধিনিষেধ পালনে ও স্বাস্থ্যবিধি মেনে চলায় এসএমপির ক্রাইম ও ট্রাফিক ডিভিশনের সাথে ডিবি পুলিশ ও পুলিশ লাইন্স অফিসার ও ফোর্স যৌথভাবে এসএমপির বিভিন্ন স্থানে দিবা রাত্র ৪৬টি চেকপোস্ট এবং সকল থানা- ফাঁড়ি-তদন্ত কেন্দ্র এলাকাধীন দিবারাত্র ৯৭টি টহল ডিউটিসহ নিরলসভাবে আইন শৃঙ্খলা ও নিরাপত্তা ডিউটি করে করছে।