সরকারের পতন ছাড়া জনতার চলমান আন্দোলন থামবে না: নাসিম হোসাইন
সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, হামলা-মামলা, জুলুম-নিপীড়ন, গ্রেফতার-নির্যাতন চালিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন দমিয়ে রাখা যাবেনা। অবৈধ ক্ষমতার হারানোর ভয়ে সরকার জুলুম নিপীড়নের চূড়ান্ত সীমা অতিক্রম করে চলেছে। গণতন্ত্রকামী জনতার ফ্যাসিস্ট সরকারকে বিদায় করতে আজ ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমেছে। সরকারের পতন ছাড়া চলমান আন্দোলন থামবেনা। ফ্যাসিবাদী সরকারের পতন ত্বরান্বিত করার মধ্য দিয়ে সিলেটে পুলিশী হেফাজতে নিহত যুবদল নেতা দিলু আহমদ জিলু হত্যার বদলা নেয়া হবে।
বুধবার বিকেলে বিএনপি কেন্দ্র আহুত টানা ৩ দিনের অবরোধের ২য় দিনে ও যুবদল আহুত হরতাল চলাকালে নগরীর সোবহানীঘাট এলাকায় পিকেটিং শেষে অনুষ্ঠিত মিছিল পরবর্তী সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মামুনুর রশীদ মামুন ও আনোয়ার হোসেন মানিক, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মাহবুব চৌধুরী, বিএনপি নেতা শোয়াইব আহমদ শুয়েব, আহমেদ মঞ্জুরুল হাসান মঞ্জু, সাব্বির আহমদ, রফিকুল ইসলাম রফিক, সৈয়দ রহিম আলী রাসু, ছালেক আহমদ, আব্দুল মোনিম, সাকের আহমদ ও ছাত্রদল নেতা ইবনে জাহান তানভীর প্রমূখ।
এদিকে মহানগর আওতাধিন ৪২ টি ওয়ার্ড বিএনপির উদ্যোগে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিএনপি আহুত অবরোধ ও যুবদল আহুত হরতালের সমর্থনে পিকেটিং মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়।