সাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে সিলেট সাংবাদিক ইউনিয়নের অবস্থান কর্মসূচী

সাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে সিলেট সাংবাদিক ইউনিয়নের অবস্থান কর্মসূচী

দৈনিক প্রথম আলোর জৈষ্ঠ প্রতিবেদক সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তি ও মামলা প্রত্যাহারসহ তাকে হেনস্থাকারী দোষী ব্যক্তিদের শাস্তির দাবিতে সারাদেশে সাংবাদিকদের অবস্থান কর্মসূচীর অংশ হিসেবে সিলেটে অবস্থান কর্মসূচী পালন করেছে সিলেট সাংবাদিক ইউনিয়ন-(এসইউজে)।

বুধবার (১৯ মে) বিকেল ৪টায় নগরীর চৌহাট্টাস্থ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ অবস্থান কর্মসূচী পালন করা হয়।

সিলেট সাংবাদিক ইউনিয়নের (এসইউজে) আহবায়ক লিয়াকত শাহ ফরিদীর সভাপতিত্বে ও সাংবাদিক মতিউল বারী চৌধুরীর খুরশেদের পরিচালনায় অবস্থান কর্মসূচী চলাকালে বক্তব্য রাখেন- দৈনিক বাংলাদেশ প্রতিদিনের নিজস্ব প্রতিবেদক শাহ দিদার আলম চৌধুরী নবেল, সিনিয়র সাংবাদিক ও সিটি কাউন্সিলর রেজওয়ান আহমদ, যমুনা টেলিভিশনের সিলেট ব্যুরো প্রধান মাহবুবুর রহমান রিপন, দৈনিক একাত্তরের কথা’র নির্বাহী সম্পাদক মঈন উদ্দিন, দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার ফয়ছল আহমদ বাবলু, সাংবাদিক মোহাম্মদ মহসীন, শফিকুল ইসলাম শফি, নুরুল হক শিপু, ইউসুফ আলী, মোস্তাফিজুর রহমান রোমান।

এসময় উপস্থিত ছিলেন- প্রথম আলোর সিলেট ব্যুরো প্রধান উজ্জ্বল মেহেদী, যমুনা টিভির সিনিয়র ক্যামেরাপারসন নিরানন্দ পাল, স্টাফ রিপোর্টার মাইদুল রাসেল, দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার ইয়াহ্ইয়া মারুফ, সিলেট সান’র সুলতান সুমন, সিলেটভিউ২৪কম’র নিজস্ব প্রতিবেদক রাশেদুল ইসলাম শোয়েব প্রমুখ।

অবস্থান কর্মসূচী চলাকালে এসইউজে’র নেতৃবৃন্দ বলেন, পেশাগত দায়িত্ব পালনে গিয়ে সচিবালয়ে ঘণ্টার পর ঘণ্টা যে ভাবে রোজিনা ইসলাম হেনস্তার শিকার হয়েছেন তা উদ্বেগজনক এবং স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি। এর মাধ্যমে বিশ্বের কাছে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে।

তারা অবিলম্বে সাংবাদিক রোজিনা ইসলামকে নিঃশর্ত মুক্তি প্রদান ও হেনস্তাকারীদের বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহবান জানান।