সিলেটে করোনায় আরও দুজনের মৃত্যু

সিলেটের করোনা আক্রান্ত হয়ে আরও দুজন মারা গেছেন। এতারা দুজনই সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এছাড়া এই হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে আরও মারা যান।
বুধবার (৯ ফেব্রুয়ারি) হাসপাতালটিতে দিনে একজন ও রাতে দুজন মৃত্যুবরণ করেন।
শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মো. মিজানুর রহমান জানান, হাসপাতালটিতে মারা যাওয়া তিনজনই পুরুষ। তাদের একজনের বাড়ি সিলেট জেলার জকিগঞ্জ। তার বয়স ছিলো ৭০ বছর। দ্বিতীয়জনের বাড়ি সুনামগঞ্জের ছাতকে। তাঁর বয়স ৯২ বছর। এছাড়াও করোনার উপসর্গ নিয়ে সুনামগঞ্জ সদর এলাকার বাসিন্দা ২৩ বছরের এক তরুণ মারা যান।
এদিকে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্র জানিয়েছে, বুধবার (৯ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৮টা পর্যন্ত এই ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের ১৭১ জনের শরীরে ধরা পড়েছে করোনাভাইরাসের অস্তিত্ব। এর মধ্যে সিলেট জেলায় ৮৭, সুনামগঞ্জে ১৩ হবিগঞ্জে ১৪ ও মৌলভীবাজারে ৩৫ জন। এছাড়াও সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বিভিন্ন স্থানের আরও ২২ জনের শরীরে ধরা পড়েছে করোনাভাইরাসের অস্তিত্ব।
এই ১৭১ জনকে নিয়ে সিলেট বিভাগে মোট করোনা আক্রান্ত শনাক্তের সংখ্যা ৬৫ হাজার ৬৫৫।
এই ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে ওঠেছেন ১২২ জন। এ নিয়ে সিলেটে মোট সুস্থ হওয়ার সংখ্যা ৫২ হাজার ৩৫৭ জন।
এ পর্যন্ত মারা যাওয়া ১২১৩ জনের মধ্যে সিলেট জেলার ৮৯৯, সুনামগঞ্জের ৭৫, হবিগঞ্জের ৪৯ ও মৌলভীবাজারের ৭২ জন। এছাড়াও সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেওয়া বিভিন্ন স্থানের আরও ১১৮ জন করোনায় মৃত্যুরবরণ করেছেন।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্রে আরও জানা গেছে, গত ২৪ ঘণ্টায় সিলেটের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১২ জন করোনা রোগী। আর বর্তমানে বিভিন্ন হাসপাতালে মোট ১২৪ জন করোনা রোগী চিকিৎসাধীন। এর মধ্যে ১৩ জন রয়েছেন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে)।