সিলেটে যুবতীর আত্মহত্যা

সিলেট নগরীর এয়ারপোর্ট থানাধীন কলবাখানী ৫৪ নং বাসায় মোছাঃ মারজানা আক্তার চৌধুরী লিজা (২৮) নামে এক যুবতী আত্মহত্যা করেছেন। গত ৮ ফেব্রুয়ারি রাত সোয়া ৮টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত লিজা বেগম জকিগঞ্জ উপজেলার বারহাল মাইজগ্রামের মৃত বজলুল হক চৌধুরী ও সৈয়দা বাহরা বেগমের মেয়ে। তিনি কলবাখানী ৫৪ নম্বর বাসায় ৪র্থ তলার একটি ফ্লাটে ভাড়াটিয়া ছিলেন।
এ তথ্য নিশ্চিত করেছেন এসএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্ল্যাহ তাহের।
জানা যায়, লিজা চৌধুরী মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে তার শোয়ার ঘরের সিলিং ফ্যানের সাথে ওড়না দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তখন পরিবারের লোকজন দেখতে পেয়ে তার দরজা ভেঙ্গে রুমে প্রবেশ করে তাকে উদ্ধার করেন। তাৎক্ষণিক সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পরে এয়ারপোর্ট থানা পুলিশকে খবর দিলে পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করেন।