সিলেটে টিকা নিলেন আরও ৮১৪০ জন

সিলেটে টিকা নিলেন আরও ৮১৪০ জন

করোনাভাইরাসের টিকা নিয়েছেন সিলেটে আরও ৮ হাজার ১৪০ নাগরিক। বৃহস্পতিবার (১২ আগস্ট) নগরের দুইটি টিকা কেন্দ্রে এসব মানুষ এই টিকা নেন।

এরমধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান মডার্নার করোনাভাইরাসের টিকা নিয়েছেন হাজার ৭৩৬০ জন আর পুলিশ লাইন্স হাসপাতালে ৭৮০ জন টিকা নেন। এদিকে সিনোর্ফামার টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ২৫২ জন আর কোভিশিল্ড নেন ১৮৬০ জন।

বিষয়টি নিশ্চিত করেছেন সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম।

তিনি জানান, প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত সার্বিক কার্যাবলী/চলাচলে বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি মেনে নাগরিকরা টিকা কেন্দ্রে আসতে পারবেন। তবে কেন্দ্র পরিবর্তন করে কেউ টিকা গ্রহণ করতে পারবেন না।

এছাড়া বৃহস্পতিবার (১২ আগস্ট) থেকে মডার্নার টিকার প্রথম ডোজ দেওয়া বন্ধ হয়েছে। আর আজ থেকে দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।