সুনামগঞ্জে বিএনপির ৭ নেতাকর্মী আটক
রোববার সুনামগঞ্জে ঢিলাঢালা হরতাল পালিত হয়েছে। শহরের সকল রাস্তায় যানবাহন চলাচল স্বাভাবিক ছিল। শহরের পুরাতন বাসস্টেশন এলাকায় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা অবস্থান করে পিকেটিং করার চেষ্টা করছিল।
তবে পুলিশ কঠোর অবস্থানে থাকায় সড়কে যানচলাচল বন্ধ করতে পারেনি। জেলার শান্তিগঞ্জ উপজেলায় বিএনপির ৫ জন ও শাল্লায় ২ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
৭ জনকে আটক করার বিষয়টি নিশ্চিত করেছেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু সাঈদ।
এদিকে বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে শহরে হরতাল বিরোধী মিছিল এবং সরকারের উন্নয়ন কর্মকান্ড প্রচারে শান্তি সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
রবিবার দুপুরে শহরের স্টেশন রোডের রমিজ বিপনীর জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সমানে শান্তি সমাবেশ করেন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এরপর শহরে হরতাল বিরোধী মিছিল বের করা হয়। মিছিলটি শহরের পুরাতন বাসস্টেশন পর্যন্ত গিয়ে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
মিছিল সমাবেশে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল, সহ সভাপতি অ্যাড. চাঁন মিয়া, দপ্তর সম্পাদক অ্যাড. বিমান কান্তি রায়, শ্রম সম্পাদক ফজলুল হক, সাংগঠিক সম্পাদক শংকর চন্দ্র দাস, জীতেন্দ্র তালুকদার পিন্টু, আসাদুজ্জামান সেন্টুসহ অন্যান্য নেতৃবৃন্দ।