সিলেট জেলা বিএনপির দ্বি -বার্ষিক সম্মেলন

‘গুম হওয়া নেতাদের ফিরিয়ে দে, নইলে তোরাও গুমি হবি’

‘গুম হওয়া নেতাদের ফিরিয়ে দে, নইলে তোরাও গুমি হবি’

গুম হওয়া নেতাদের ফিরিয়ে দে, না হলে তোরা গুমি হবি'- সিলেট জেলা বিএনপির সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে এমন হুশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ক্ষুদ্র উণ বিষয়ক সম্পাদক বীর মুক্তযোদ্ধা আব্দুর রাজ্জাক।

মঙ্গলবার সকালে সিলেট রেজিস্ট্রারি মাঠে সিলেট জেলা বিএনপির দ্বি বার্ষিক সম্মেলন শুরু হয়।

সম্মেলনে দীর্ঘদিন ধরে নিখোঁজ থাকা বিএনপি ও ছাত্রদলের নেতাদের পরিবারকে বিশেষ সম্মাননা জানানো হয়েছে। সম্মেলনের উদ্বোধন করেন নিখোঁজ হওয়া বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা।

সম্মেলনে বক্তব্য রাখেন নিখোঁজ হওয়া ছাত্রদল নেতা ইফতেখার হোসেন দিনারের বাবা ডা. মঈন উদ্দিন।

এছাড়া নিখাঁজ ছাত্রদল নেতা জুনেদ আহমদ, ইলিয়াস আলীর সাথে নিখোঁজ হওয়া তার গাড়ির চালকের পরিবারকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

দিনারের বাবা ডা. মঈনু উদ্দিন বলেন, বৃদ্ধ বয়সে সব বাবা ছেলেদের মুখাপেক্ষী থাকেন। ছেলের উপর নির্ভর করেন। অথচ আমার ছেলে হারিয়ে গেছে। তার কোন সন্ধান মিলছে না।

তিনি অভিযোগ করে বলেন, ছেলেকে গুম করার পরও তারা ক্ষান্ত হয়নি। আমি সিভিল সার্জন হিসেবে অবসর নিয়েছি এখন আমার পেনশন তারা আটকে দিয়েছে।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।