কেন্দ্রে ভোটার ৩৭৭২ জন, ৩ ঘণ্টায় পড়েছে ৫০ ভোট
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ভোট গ্রহণ চলছে। বুধবার (৮ মে) সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। যা চলবে টানা বিকেল ৪টা পর্যন্ত।
ভোট গ্রহণ শুরুর ৩ ঘণ্টা পর সুনামগঞ্জের দিরাই সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, কেন্দ্রটির বুথ ফাঁকা। এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩ হাজার ৭৭২ জন। কিন্তু ভোট গ্রহণ শুরুর সময় থেকে ৩ ঘণ্টা অতিবাহিত হলেও ভোট পড়েছে মাত্র ৫০টি।
সুনামগঞ্জের দিরাই উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচজন। তারা হলেন- দিরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়, জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক আজাদুল ইসলাম রতন, উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন কুমার রায়, জেলা মহিলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট রিপা সিনহা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক (বহিষ্কৃত) মো. গোলাপ মিয়া।